অন্যরা এলে বুঝবে বাংলাদেশের স্পিন কেমন: ব্র্যাথওয়েট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ২২:১১ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৮, ২০:৫৪

দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ তাদের মোট ৪০টি উইকেটই হারিয়েছে বাংলাদেশের স্পিনারদের কাছে। তাদের দাঁড়াতেই দেননি সাকিব-মিরাজ-তাইজুলরা। রবিবার মিরপুর ম্যাচ শেষে বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করেছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তিনি বলেছেন, অন্য দল এখানে আসলে বুঝতে পারবে বাংলাদেশের স্পিন কেমন।

সংবাদ সম্মেলনে ক্রেইগ ব্র্যাথওয়েট বলেছেন, ‘বিষয়টি খুব হতাশার। আমাদের বোলাররা ভালো করেছে। কিন্তু ব্যাটসম্যানরা ডুবিয়েছে। কিছু শট মোটেও ভালো ছিল না। ভারত সিরিজে আমি ভালো করতে পারিনি। সুতরাং, এখানে আমি ব্যাটিংয়ে নেতৃত্ব দিতে চেয়েছিলাম। কিন্তু তা হয়নি। আমি শক্ত থেকে চেষ্টা করব সামনের সিরিজে ব্যাটিংয়ে দলকে নেতৃত্ব দেয়ার।’

তিনি বলেন, ‘আমি উইকেটের দোষ দিতে পারি না। কিছু শট সিলেকশন একেবারেই ভালো ছিল না। বিশেষ করে গতকাল (শনিবার) বিকালে। কন্ডিশন একটা বড় ফ্যাক্টর। ঘরের মাটিতে আমরা ভালো খেলেছি। তারা পেসের বিপক্ষে সংগ্রাম করেছিল। আমাদের স্পিনের বিপক্ষে সংগ্রাম করতে হয়েছে।’

ব্র্যাথওয়েট বলেন, ‘সত্য কথা বলতে স্পিন স্পিনই। আমি মনে করি, পিচ কিছুটা শুখনা ছিল। আমরা সঠিক সময়ে সঠিক শট খেলতে পারিনি। টেস্ট ক্রিকেট হচ্ছে মানসিক খেলা। আমি সোজা বলে লাইনের বাইরে গিয়ে খেলেছি। ব্যাটিংয়ে আমাদের ভালো করতে হবে। এমনকি আমাকেও। আমরা নিয়মিত ৩০ রানে তিন উইকেট হারাতে পারি না।’

তিনি বলেন, ‘ম্যাচে বাংলাদেশের শক্তির জায়গা ছিল স্পিন। অন্য দলও এখানে আসলে বিষয়টি বুঝতে পারবে। স্পিন নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। নেটে আমাদের অনেক স্পিন সেশন ছিল। আমরা আমাদের শতভাগ দিতে পারিনি। টেস্ট ক্রিকেট মোটেও সহজ না। আপনি ফিল্ডিংকে দুষতে পারেন না। সামনে আমাদের ভালো করতে হবে।’

(ঢাকাটাইমস/২ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :