বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১০:০৯ | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০১৭, ১০:০৭

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমায় গত দুই দিনে মোট পাঁচজনের মৃত্যু হলো।

মৃতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার জানু ফকির, ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফজলুল হক ও সাতক্ষীরার আব্দুস সাত্তার। এর আগে মানিকগঞ্জের সাহেব আলী এবং কক্সবাজারের হোসেন আলী মারা যায়। বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণ তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন মুসল্লি বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গতকালই নিহতদের মরদেহ তাদের গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক মামুন অর রশিদ জানান, গতকাল বিকালে আব্দুস সাত্তার ও সন্ধ্যায় পর জানু ফকিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল।

শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরের বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নিয়েছেন।

দুই ভাগে বিভক্ত এবারের ইজতেমার প্রথম পর্বে ১৭ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

‘জলবায়ু ঝুঁকি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার’

মোটরযান গতিসীমা নির্দেশিকা প্রণয়ন: সেতুমন্ত্রীকে রোড সেইফটি কোয়ালিশনের অভিনন্দন

বিশেষ চাহিদা সম্পন্নদের জলবায়ু ঝুঁকি হতে সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :