‘সব দলের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ এসেছে সংলাপে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৬:৫০ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৫:৪৭

বেসরকারি টেলিভিশন, রেডিও এবং অনলাইন গণমাধ্যমের সঙ্গে সংলাপে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই সংলাপ হয় নির্বাচন কমিশন কার্যালয়ে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংলাপে অংশ নেয়া সাংবাদিকরা বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন, তারা জানান, কী কী পরামর্শ দিয়েছেন তারা। পরে এ বিষয়ে ব্রিফিয় করেন ইসির ভারপ্রাপ্ত সচিব।পরে ব্রিফিং করে বিস্তারিত জানান নির্বাচন কমিশন সচিব।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলো বর্জন করে। যে দাবিতে তারা নির্বাচন বর্জন করে সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি এখনও মানেনি সরকার। আবার এই দাবি মানা হবে না, সেটাও জোরের সঙ্গে বলছে সরকার। বিএনপিও অবশ্য এই দাবি থেকে সরে এসে সহায়ক সরকারের কথা বলছে। আর নানা ঘটনাপ্রবাহে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত হবে বলেই মনে করছে সরকারি দল।

নির্বাচন কমিশনে সংলাপ শেষে ইসি সচিব ব্রিফিংয়ে জানান, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়াও যেসব রাজনৈতিক দলের কর্মকাণ্ড নেই তাদের নিবন্ধন বাতিল করার মত দিয়েছেন সাংবাদিকরা। এ ছাড়া আইশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে ব্যবহার, গণমাধ্যম কর্মীরা যেন নিরাপদে তাদের দাযিত্ব পালন করতে পারে তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা সংরক্ষণ করে সেগুলোর পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

ইসি সচিব জানান, যারা হলফনামায় অসত্য তথ্য দেবে তাদের যেন শাস্তির ব্যবস্থা, প্রয়োজনে মনোনয়ন বাতিল করার কথা বলেছেন সাংবাদিকরা। তারা অনুরোধ করেছেন যেন স্বাধীনতাবিরোধী কোন দলকে নিবন্ধন না দেওয়া হয়।

এ ছাড়া নিবন্ধিত দলগুলোর সারা বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করে নিবন্ধিত দলের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ এসেছে।

ইসি সচিব বলেন, ভোটের পর কার আগে কে ফলাফল ঘোষণা করতে পারে সে প্রতিযোগিতার শুরু হয় মিডিয়ায়। অনেক সময় ঘোষিত ফলাফলএকেক মিডিয়ায় একেক রকম হয়। সেজন্য রিটার্নিং কর্মকর্তা যে ফলাফল ঘোষণা দেন সেটাই যেন সবাই প্রচার করে। সে ব্যাপারে একটা নির্দশনা জারি করার পরামর্শ এসেছে।

সংখ্যালঘুরা যেন নির্য‌্যাতিত না হয় সে ব্যপারে ব্যবস্থা নেওয়ার পরামর্শ এসেছে। সেই সঙ্গে প্রবাসীদের ভোটার করা যায় কি না সে ব্যবস্থা নেওয়ার পরামর্শও এসেছে।

সংলাপে উঠে আসা প্রস্তাবগুলো রাজনৈতিক দলের কাছে তুলে ধরা হবে জানিয়ে ইসি সচিব জানান, আগামী ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সংঙ্গে সংলাপে বসবে সির্বাচন কমিমন (ইসি)।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, শেষের দিকে যে নিবন্ধিত দল আছে তাদের প্রথমে ডাকা হবে।

ঢাকাটাইমস/১৭আগস্ট/জেআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জুনে ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস  

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থতার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি

কুড়িগ্রামে দলবদ্ধ ধর্ষণের পর গৃহবধূর আত্মহত্যা: তদন্ত কমিটি গঠনের নির্দেশ মানবাধিকার কমিশনের

এক শ্রেণির মানুষ সব সময় আইনের ঊর্ধ্বে থাকছে: জিএম কাদের

আবারও ভূমিকম্পে কাঁপল দেশ

ঘূর্ণিঝড় রেমালে ৬ হাজার ৮৮০ কোটি টাকার ক্ষতি: ত্রাণ প্রতিমন্ত্রী

আগামীতে মধ্যবিত্তরাও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে: প্রতিমন্ত্রী

মালয়েশিয়া যেতে না পারা সংক্ষুব্ধ কেউ মামলা করলে ব্যবস্থা নেব: সিআইডি প্রধান

আট বিভাগে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণও হবে

ট্রেনে ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :