পর্তুগালে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন

লিসবন (পর্তুগাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৪, ১৭:১৩
অ- অ+

পর্তুগালে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার রাতে পর্তুগালের বন্দর নগরী পোর্তোতে স্থানীয় বিএনপির উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পোর্তো বিএনপির আহ্বায়ক মামুন হাজারীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউর রহমান। প্রধান বক্তা ছিলেন মির্জা কামাল হারুন।

বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শরীফ নাজির, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল, কমিউনিটি ব্যক্তিত্ব টিপু আহমেদ, শহীদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুকিতুর রহমান সেলিম, বিএনপি নেতা আবদুর রহমান সাবু ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাজমুল হাজারি।

আলোচনা সভার শুরুতে পোর্তো বিএনপি বিভিন্ন সময়ে দলের সাংগঠনিক দক্ষতার জন্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মাননা প্রদান করে।

আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পোর্তো বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউয়ুম লিটন। এছাড়া বক্তব্য রাখেন পোর্তো বিএনপির স্বপন পাটোয়ারী, পর্তুগাল যুবদল নেতা শিহাব আহমেদ, আলমগীর হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পোর্তো বিএনপি নেতা আজিজ আহমেদ, পিন্টু প্রধান, নুরুল ইসলাম বাদশা, মাসুম রহমান, আরাফাত হোসাইন, স্বপন পটোয়ারী, মহিন উদ্দিন, হোসাইন রনি, সাইফুল ইসলাম, মনির আহমেদ মোল্লা, মোহাম্মদ ফখরুউদ্দিন আহমেদ, সাহেদ হায়দার, ইউসুফ খান অর্ক, আনোয়ার হোসাইন, রুম্মান রহমান, শওকত ইসলাম ও আরিফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন বাংলার আকাশের ধ্রুবতারা। তিনি ছিলেন বাংলাদেশের গর্ব। ৪৩ বছরেও জিয়াউর রহমানের অনন্য নেতৃত্ব ও উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষ ভুলতে পারেনি। তাই জিয়াউর রহমানকে হত্যার দিনটি ইতিহাসের কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে গেছে। ৪৩ বছর পরেও দেশে-বিদেশে কোটি মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তার জন্য এখনো সবাই কাঁদে।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ইদ্রিস।

(ঢাকাটাইমস/০২জুন/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
আজ  মহান মে দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা