সাউথইস্টের আইসিপিসি ঢাকা রিজিওনাল অনসাইট প্রতিযোগিতা ১৬ নভেম্বর

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০১৯, ১৭:০৪

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) আয়োজিত আইসিপিসি (ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট) এশিয়া রিজিওনাল ২০১৯ -ঢাকা সাইটের নির্বাহী কমিটির একটি সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পরিচালক অধ্যাপক ড. আবুল লেইস এমএস হক, সহযোগী পরিচালক শাহরিয়ার মনজুর এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়করা।

প্রতিযোগিতাটি ১৫-১৬ নভেম্বর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সভায় ঘোষণা করা হয়, প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও উদযাপন অনুষ্ঠান ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

আরও উপস্থিত থাকবেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। প্রতিযোগিতার প্রধান বিচারক বুয়েটের অধ্যাপক এম. কায়কোবাদ এবং জাজিং ডাইরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসনাইন হেকেল।

এই ইভেন্টের প্রধান পৃষ্ঠপোষক আইসিটি বিভাগ, এসএসএল ওয়্যারলেস এবং ডিভাইন আইটি লিমিটেড। অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে সিউরক্যাশ, ডেটাসফট্ লিমিটেড, স্যামসাং আর অ্যান্ড ডি, ইস্পাহানি গ্রুপ, রিটস ব্রাউজারস এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

চবিতে প্লাস্টিকের বিনিময়ে বই সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

নকল করিনি, পাশের জনের খাতা দেখছিলাম: ছাত্রলীগ নেতা

ভ্রাতৃত্বের বন্ধনে উচ্ছ্বাসিত মিলন মেলায় সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা

চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হাইকোর্টে কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে উত্তাল ঢাবি

চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

৩৬ দিন পর খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বেসরকারি শিক্ষকদের পারস্পরিক বদলিতে সমস্যা নেই: শিক্ষামন্ত্রী

হাইকোর্টের কোটা বহালের রায় প্রত্যাখ্যান করে ঢাবিতে বিক্ষোভ

বন্যাকবলিত অঞ্চলে বন্ধ থাকবে এইচএসসি পরীক্ষা

এই বিভাগের সব খবর

শিরোনাম :