৭০ রানেই তিন উইকেট নেই শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭০ রানেই ৩ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার হয়ে আজ ওপেনিংয়ে নামেন পাথুম নিসাঙ্কা কুশল মেন্ডিস। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি ইনজুরি থেকে তাসকিন আহমেদ। তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে পিরে যান ৮ বলে ১০ রান করা কুশল মেন্ডিস। তর বিদায়ে ২১ রানেই ওপেনিং জুটি ভাঙে লঙ্কানদের।
২১ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। শুরু এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। অবশেষে ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিকে থামান মুস্তাফিজুর রহমান। দলীয় ৪৮ রানে মুস্তাফিজের বলে মিড অফে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান কামিন্দু মেন্ডিস। আউট হওয়ার আগে করেন ৫ বলে ৪ রান। তার বিদায়ে ভাঙে ২৭ রানের জুটি।
কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে জুটি গড়েন কুশল মেন্ডিস। তবে এই জুটিকেও বেশিদূর এগোতে দেননি কাটার মাস্টার মুস্তাফিজ। মুস্তাফিজের বলে মিড অফে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা কুশর মেন্ডিস। তার বিদায়ে ৭০ রানেই ৩ উইকেট হারিয়েছে লঙ্কানরা।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই উত্তাপ ছড়িয়েছে বেশ। বিশ্বকাপেও প্রত্যাশা করা হচ্ছে টানটান উত্তেজনার এক লড়াই। বাংলাদেশের সমস্যা টপ অর্ডার ব্যাটিং। শ্রীলঙ্কারও মূল সমস্যা ব্যাটিং নিয়ে। তবে লঙ্কান বোলাররা আছেন দারুণ ছন্দে।
ব্যাট হাতে সময়টা একদমই ভালো কাটছে না বাংলাদেশের ওপেনার লিটন দাসের। ধারণা করা হচ্ছিল, প্রথম ম্যাচের একাদশ থেকে হয়তো বাদ পড়তে পারেন তিনি। তবে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে ওপেনিংয়ে হয়তো নাও দেখা যেতে পারে তাকে। তরুণ তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে আসতে পারেন সৌম্য সরকার।
ফর্মে থাকলেও ইনজুরির কারণে প্রথম ম্যাচের একাদশে নেই শরিফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন তানজিম হাসান সাকিব। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আশালঙ্কা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা(ঢাকাটাইমস/০৮ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন