আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে থামল কানাডা

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্টের বিপক্ষে ১৯৪ রানের বড় সংগ্রহ গড়ে কানাডা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই খেই হারিয়ে ফেললো তারা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিকোলাস কীর্তন ও শ্রেয়াস মোব্বারের ৭৫ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছে তারা।
শুক্রবার (৭ জুন) নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৩ রানেই ৪ উইকেট হারায় কানাডা। এরপরেই জুটি গড়ে দলকে টেনে তুলেন নিকোলাস কীর্তন ও শ্রেয়াস মোব্বা। পঞ্চম উইকেটে এই জুটির ৭৫ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয়েছে তারা।
দ্বিতীয় ম্যাচে আজ কানাডার হয়ে ওপেনিংয়ে নামেন অ্যারন জনসন ও নাভনীত ধালিওয়াল। তবে প্রথম ম্যাচে সফল হলেও আজ তারা ব্যর্থ ছিলেন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ১২ রানে নাভনীত ধালিওয়ালের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ১০ বলে ৬ রান করা নাভনীত মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে জর্জ ডকরেলের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। তার বিদায়ে ১২ রানেই প্রথম উইকেট হারায় কানাডা।
নাভনীত ধালিওয়ালের পর দলীয় ২৮ রানে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার অ্যারন জনসনও। ১৩ বলে ১৪ রান করে ক্রেইগ ইয়াং এর বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কার্টিস ক্যাম্ফারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। এই দুই ওপেনারের বিদায়ের পর পারগত সিং ১৪ বলে ১৮ ও দিলপ্রিত বাজওয়া ৯ বলে ৭ রান করে ফিরে যান সাজঘরে। যার ফলে ৫৩ রানে তারা হারিয়ে বসে ৪ উইকেট।
৪ উইকেট চলে যাওয়ার পর যে বিপর্যয় আসে, তা সামাল দেন নিকোলাস কীর্তন ও শ্রেয়াস মোব্বা। ১৬তম ওভারে ৫০ রানের জুটি হয় তাদের মধ্যে। ক্রেগ ইয়ংয়ের ওই ওভারে দুই ছক্কা ও এক চারে আসে ১৮ রান। তাতে ইনিংসের মোড়ও কিছুটা ঘুরাতে সক্ষম হয় কানাডা। ১৯তম ওভারে ভাঙে কীর্তন ও মোব্বার জুটি।
হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে বেরি ম্যাককার্থির ওভারে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন কীর্তন। তার ৩৫ বলের ইনিংসে আছে ৩টি চার ও ২টি ছয়ের মার। ৭ নম্বরে ব্যাট করতে নামা ডিলন হেইলিগার ২ বল খেলে কোনো রান না করেই কীর্তনকে অনুসরণ করেন। শেষ ওভারের শেষ বলে মোব্বা আউট হলেও ৯ তুলে ফেলে আয়ারল্যান্ড। ৩৬ বলে মোব্বা করেন ৩৭ রান। আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ইয়ং ও ম্যাককার্থি। ১টি করে উইকেট পান অ্যাডায়ার ও ডেলানি।

মন্তব্য করুন