মুখোমুখি দেখায় বাংলাদেশের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৪, ০০:২৪
অ- অ+

রাত পোহালেই চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। বর্তমানে ভারতের পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বৈরথ নিয়ে উত্তেজনা থাকে সবচেয়ে বেশি। নাগিন ডান্স থেকে টাইমড আউট। মাঠে মাঠের বাইরে নানা ইস্যুতে উত্তপ্ত থাকে দু’দলের লড়াই।

সেই উত্তাপ আরও উসকে দিতে বিশ্বকাপের মঞ্চে আরও একবার মুখোমুখি হচ্ছে এই দুই দল। সাম্প্রতিক সময়ে টাইগারদের সঙ্গে রোমাঞ্চকর দ্বৈরথ তৈরি হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মেগা টুর্নামেন্টটির যাত্রা শুরু হবে। ডালাসের গ্র‌্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। টি-টোয়েন্টি কিংবা এই ফরম্যাটের বিশ্বকাপ, দুই পরিসংখ্যানেই এগিয়ে আছে লঙ্কানরা।

সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকলেও বিশ্ব আসরে ঘুরে দাঁড়ানোর আশা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। বিশ্বকাপের আগে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের কারণে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। এরপর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখে শান্ত-লিটনরা। বিশেষ করে দলের ব্যাটিং অর্ডার ভোগাচ্ছে অনেক। রান পাচ্ছেন না টপ অর্ডারের কেউই। সব ভুলে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শোনা গেল টাইগার অধিনায়কের কণ্ঠে। সে হিসেবে পরিসংখ্যান ভুলেই ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে চাইবেন।

এখন পর্যন্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৬ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১১টি ম্যাচেই শ্রীলঙ্কা জয় পেয়েছে, বিপরীতে টাইগারদের জয় মাত্র ৫টিতে। এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে দল দুটির দেখা হয় দুইবার। দুটিতেই শেষ হাসি হেসেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসরা।

সাম্প্রতিক পরিসংখ্যানও কথা বলছে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কুশল মেন্ডিসদের পক্ষে। চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলঙ্কা। এ ছাড়া লঙ্কানরা বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই জিতেছে।

এদিকে, চলতি বিশ্বকাপে লঙ্কানরা শুরুটা করেছে বড় হার দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে অলআউট হওয়ার পর তারা ৬ উইকেটের ব্যবধানে হেরে যায়। সে হিসেবে তারাও জয় ভিন্ন অন্যকিছু ভাবছে না। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে নাগিন ড্যান্স ও টাইমড আউটের মতো অতীত ঘটনা তাদের হয়তো আরও উসকে দেবে। তবে লাল-সবুজ জার্সিধারীরা প্রথম ম্যাচে নিশ্চয়ই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে নামবে না। তার আগে উভয় দলের জন্যই ডালাসের পিচ ও কন্ডিশন বুঝে উঠা হতে পারে চ্যালেঞ্জিং।

(ঢাকাটাইমস/০৭ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 
চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা
ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
গেজেট পাওয়ার পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা