গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের 

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১৫:৪৭
অ- অ+

গাইবান্ধার সাদুল্লাপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (৩৫) নামে এক র‍্যাব সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।

এর আগে রবিবার রাতে দায়িত্ব শেষে মোটরসাইকেলে ক্যাম্পে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে সাহারবাজার এলাকায় পৌঁছালে প্রবল ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে তাদের গায়ের ওপর।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু বক্করকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা অন্য র‍্যাব সদস্যও আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে র‍্যাব সদস্যের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আহত অপর সদস্য চিকিৎসাধীন আছেন।’

(ঢাকা টাইমস/১২মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা