ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১৮:১৩
অ- অ+

ফরিদপুরের সদরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদরপুর থানার পুলিশ।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান সোমবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (১১ মে) উপজেলা বিভিন্ন স্থান থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩৬), সতের রশি গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে আরিফ হোসেন (৩৮), সারে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের ছেলৈ কেশব দাস (৩৫)।

সদরপুর থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালঅয়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০টি ইয়াবা, কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হেরোইন পাওয়া গেছে।

আটক ব্যক্তিরা কিছুদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা