ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের

ডিপ্লোমা ইন র্নাসিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি (পাস কোর্স) করার দাবিতে আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট এবং বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির জেলা শাখা।
সোমবার দুপুরে বৈরী আবহাওয়ার মাঝেই ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
দুপুরে নার্সিং শিক্ষার্থীরা 'এইচএসসি এরপর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (সম্মান) সমমান চাই' স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের সামনে জড়ো হন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টররাও সেখানে জড়ো হন।
আন্তর্জাতিক নার্সেস দিবস বয়কট করার মাধ্যমে প্রতিবাদী দিবস হিসেবে প্রতীকী নাটক করার প্রস্তুতি নিয়েছিলেন নার্সিং শিক্ষার্থীরা। কিন্তু বৃষ্টির জন্য তারা প্রতীকী নাটক করতে পারেননি।
পরে জেলা ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অবস্থান নেন। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
আন্দোলনরত শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, মেধা সহকারে এইচএসসি পাস করে তিন বছরের ডিপ্লোমা করেছেন তারা। ইংরেজি মিডিয়ামে তিনটি পরীক্ষা দিতে হয়। শতকরা ৬০ ভাগ মার্ক পেয়ে তাদের উত্তীর্ণ হতে হয়। এরপর ৬ মাসের ইন্টার্ণশিপ করেন একজন নার্সিং শিক্ষার্থী। যদি তারা স্নাতক পর্যায়ে লেখাপড়া করতেন তাহলে স্নাতক সম্পন্ন করতে পারতেন।
তারা দ্রুত তাদের দাবি মেনে নেয়ার জন্যে সরকারের কাছে দাবি জানান। অন্যথায় আগামী ১৪ মে ঢাকায় মহাসমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
হাফিজা সুলতানা নামের একজন বলেন, ‘যেখানে নার্সদের সম্মান নেই, সেখানে উৎসব বয়কট হোক। ন্যায্য অধিকার ছাড়া 'আন্তর্জাতিক নার্সেস ডে' শুধু লোক দেখানো। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।’
বিদেশের সঙ্গে তাল মিলিয়ে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি মর্যাদা দেওয়া প্রয়োজন বলে জানান আরেক শিক্ষার্থী শারমিন আক্তার। তিনি বলেন, একে ডিগ্রির সমমান মর্যাদা না দিলে তাদের বিদেশের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
(ঢাকাটাইমস/১২মে/মোআ)

মন্তব্য করুন