বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১৭:৫৬
অ- অ+

বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে এক মামলার আওয়ামী লীগের তিন নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১২ মে) শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্জিত করে জানান, গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিংহের সিমলা গ্রামের আব্দুস সাত্তার মল্লিকের ছেলে ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা (৪৬), ধুনকুন্ডি উত্তরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮) এবং বাগড়া বসতবাড়ি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও কুসম্বি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৭৫)।

শেরপুর থানার ওসি বলেন, গত ২৮ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ২ নভেম্বর রিফাতের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) এ বিচার কার মাধ্যমে হবে তার সুরাহা কেন জরুরি 
জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত
লাশের খবরে পুলিশকে ফোন: অতঃপর যা হলো
রমনা বোমা হামলা: আপিলে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন কমিয়ে ১০ বছরের সাজা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা