বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের তিন নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১৭:৫৬
অ- অ+

বগুড়ার শেরপুর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে এক মামলার আওয়ামী লীগের তিন নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১২ মে) শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্জিত করে জানান, গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিংহের সিমলা গ্রামের আব্দুস সাত্তার মল্লিকের ছেলে ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা (৪৬), ধুনকুন্ডি উত্তরপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সাদাত মোহাম্মদ ছাইয়ুম (৪৮) এবং বাগড়া বসতবাড়ি গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে ও কুসম্বি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম (৭৫)।

শেরপুর থানার ওসি বলেন, গত ২৮ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ২ নভেম্বর রিফাতের দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা