ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ১০০ রানেই নেই পাঁচ উইকেট 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৪, ০৭:৫০| আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:১৯
অ- অ+

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে সময় নেননি টাইগার বোলাররা। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র ১০০ রানেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার হয়ে আজ ওপেনিংয়ে নামেন পাথুম নিসাঙ্কা কুশল মেন্ডিস। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি ইনজুরি থেকে তাসকিন আহমেদ। তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে পিরে যান ৮ বলে ১০ রান করা কুশল মেন্ডিস। তর বিদায়ে ২১ রানেই ওপেনিং জুটি ভাঙে লঙ্কানদের।

২১ রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। শুরু এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। অবশেষে ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিকে থামান মুস্তাফিজুর রহমান। দলীয় ৪৮ রানে মুস্তাফিজের বলে মিড অফে তানজিম হাসান সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান কামিন্দু মেন্ডিস। আউট হওয়ার আগে করেন ৫ বলে ৪ রান। তার বিদায়ে ভাঙে ২৭ রানের জুটি।

কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে জুটি গড়েন কুশল মেন্ডিস। তবে এই জুটিকেও বেশিদূর এগোতে দেননি কাটার মাস্টার মুস্তাফিজ। মুস্তাফিজের বলে মিড অফে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অর্ধশতকের দ্বারপ্রান্তে থাকা কুশর মেন্ডিস। তার বিদায়ে ৭০ রানেই ৩ উইকেট হারায় লঙ্কানরা।

৭০ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন দুই লঙ্কান ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা। এই জুটিতে ভর করে ১৪ ওভারে দলীয় শতক পূর্ণ করে শ্রীলঙ্কা। এর পরের ওভারেই লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন। একে একে ফেরান চারিথ আসালাঙ্কা ও লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গাকে।

চারিথ আসালাঙ্কা ২১ বলে ১৯ ও অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা শূন্য রান করেই রিশাদ রিশাদ হোসেনের শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে । এই দুই ব্যাটারের বিদায়ে ১০০ রানেই ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা।

(ঢাকাটাইমস/০৮ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা