লিটনকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৪, ০৬:২৭| আপডেট : ০৮ জুন ২০২৪, ০৭:২৩
অ- অ+

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। সবার শেষে বিশ্বকাপ মিশনে মাঠে নামছে বাংলাদেশ। টেক্সাসের ডালাসে প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ওয়ানিন্দু হাসারাঙ্গার দলের বিপক্ষে প্রথম মিশনে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই উত্তাপ ছড়িয়েছে বেশ। বিশ্বকাপেও প্রত্যাশা করা হচ্ছে টানটান উত্তেজনার এক লড়াই। বাংলাদেশের সমস্যা টপ অর্ডার ব্যাটিং। শ্রীলঙ্কারও মূল সমস্যা ব্যাটিং নিয়ে। তবে লঙ্কান বোলাররা আছেন দারুণ ছন্দে।

ব্যাট হাতে সময়টা একদমই ভালো কাটছে না বাংলাদেশের ওপেনার লিটন দাসের। ধারণা করা হচ্ছিল, প্রথম ম্যাচের একাদশ থেকে হয়তো বাদ পড়তে পারেন তিনি। তবে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে ওপেনিংয়ে হয়তো নাও দেখা যেতে পারে তাকে। তরুণ তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে আসতে পারেন সৌম্য সরকার।

ফর্মে থাকলেও ইনজুরির কারণে প্রথম ম্যাচের একাদশে নেই শরিফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন তানজিম হাসান সাকিব। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব। শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আশালঙ্কা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা

(ঢাকাটাইমস/০৮ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে মাসে ৫৯৭ সড়ক দুর্ঘটনায় ৬১৪ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি
সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা 
বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, ৫ শিক্ষার্থী নিহত
ভারতে বিমান বিধ্বস্তের নেপথ্যে কি? যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা