প্রবাসীরা বাংলাদেশের শক্তির উৎস: আমীর খসরু

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২৪, ২০:০৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের শক্তির উৎস। স্বাধীনতা সংগ্রামের সময় যেভাবে বিদেশে জনমত তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা ত্বরান্বিত করা হয়েছিলো আজও ঠিক একই বাস্তবতা বিরাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশে, দেশে বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি, মানবতাবিরোধী এবং অগণতান্ত্রিক সব কাজের প্রচার করতে হবে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান খসরু।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে নিউ ইংল্যান্ড বিএনপি এই দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে।

নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইংল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা সভাপতি কাজী নুরুজ্জামান, অধ্যাপক ড. জামাল খান, ব্রিস্টল কাউন্টি বিএনপির সভাপতি রাহিদুল ইসলাম, তানভির নেওয়াজ এবং মো. রেজাউল করিম। নিউ ইংল্যান্ড বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মো. খলিলুর রহমান। এরপর জিয়াউর রহমানের রূহের মাগফিরাত, বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন ব্রিস্টল কাউন্টি বিএনপির সহসভাপতি মো. কবির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম ফারুক, মোশারফ হোসেন, সাজ্জাদ হোসেন, মনিরুজ্জামান, আশিকুর রহমান, ড. সারওয়ার চৌধুরী, মুসাভি ফারদিন এবং সৈয়দ জারিফ আলম।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ বিপন্ন। দেশে-বিদেশে বাংলাদেশি যারা রয়েছেন তাদের প্রত্যেকের দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া। বর্তমান সরকারের দু:শাসন, দুর্নীতি, মানবতা বিরোধী এবং অগণতান্ত্রিক সকল কাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।

কাজী নূরুজ্জামান বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। আজকে দেশে-বিদেশে জিয়ার সৈনিক যারা আছেন প্রত্যেকের উচিত সেই আদর্শকে দৃঢ়ভাবে লালন করে জোরালো আন্দোলনের মাধ্যমে তার স্বপ্নের বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করা।

সভাপতির বক্তব্যে সৈয়দ বদরে আলম বলেন, ভোট চুরির মাধ্যমে দখলবাজ সরকার ক্ষমতা কুক্ষিগত করেছে। দেশে আজ চোর বাটপার, লুটেরাদের আধিপত্য। তারেক জিয়ার নেতৃত্বে এই সরকারকে উৎখাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

(ঢাকাটাইমস/০৭জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :