জোয়ারে ভাসছে ভেনিস নগরী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৯, ২০:৩৬

গত পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতার জোয়ারে ভাসছে বিশে^ পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল ইতালির ভেনিস নগরী। গত মঙ্গলবার রাতের জোয়ারে অড্রিয়াটিক সাগরের শতাধিক ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত এই শহরের একাংশ প্লাবিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ভেনিসে তুমুল বৃষ্টিপাত হয়। তারপর রাত ১০টা ৫০ মিনিটে স্বাভাবিকের চেয়ে ৬ ফুট ২ ইঞ্চি জোয়ারে (১৮৭ সেন্টিমিটার) তলিয়ে যায় ভেনিস। এর আগে ১৯৬৬ সালে সর্বোচ্চ ১৯৪ সেন্টিমিটার এর জোয়ার হয়েছিল।

ভেনিস শহরের ঐতিহাসিক সেইন্ট মার্কস ব্যাসিলিকাসহ শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও সরু গলিপথ পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ভেনিসের নিম্নাঞ্চলের সেইন্ট মার্কস স্কয়ারও আছে। সেখানে এক মিটারের বেশি পানি উঠে যায়।

দেশটির ফায়ার সার্ভিস জানায়, জোয়ারের সময় পেলেসত্রিনা দ্বীপে নিজের বাড়িতে ইলেকট্রিক পাম্প চালাতে গিয়ে বজ্রপাতে একজন মারা যায়।

ভেনিস শহরে জোয়ারের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো। তার মতে এটা ভেনিসের বুকে ‘স্থায়ী চিহ্ন’ রেখে যাবে। তিনি বলেন, ‘আমরা সরকারকে আমাদের সহায়তা করতে অনুরোধ জানিয়েছি। এর ক্ষয়ক্ষতি হবে অনেক বেশি। এটা জলবায়ু পরিবর্তনের ফল।’

জরুরি অবস্থা জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র।

বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়, জুরুরি অবস্থা জারি করলে ক্ষতি সামলে ওঠার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান সহজ হবে।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :