শাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, শাবি
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২০, ২০:১০
অ- অ+

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা সংগঠন। মঙ্গলবার দুপুর ১টায় আনন্দর‌্যালি ও রক্তদান কর্মসূচির মাধ্যমে এ আয়োজন শুরু হয়। র‌্যালিটি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সভাপতি (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসই হলো ছাত্রলীগের ইতিহাস। যতবারই বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হয়েছে, যতবারই বাংলাদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যাচেষ্টা করা হয়েছে, ততবারই ছাত্রলীই অগ্রণী ভূমিকা পালন করেছে। র‌্যালিতে অংশগ্রহণের জন্য ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান রুহুল আমিন।

দুপুর ২টা থেকে বিশ^বিদ্যালয়ে অর্জুনতলায় দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা