অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৩

যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক নিহত এবং হেলপার আহত হয়েছেন। এময় ট্রাকটি দুমচে মুড়চে রাস্তার খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগরের ভাঙ্গাগেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আনিস কাজী বাগেরহাটের বাসিন্দা। আহত হেলপারের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি।

স্থানীয়রা জানান, কাজী আনিস খালি ট্রাক নিয়ে ভৈরব নদের ব্রিজ এলাকায় যাচ্ছিলেন। এ সময় ভাঙ্গা গেট রেলক্রসিং পার হওয়ার আগে বেনাপোল থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেনটি এসে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। এসময় কাজী আনিস ও তার হেলপার গুরুতর আহত হন।

এলাকার লোকজন তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমান তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। খুলনায় নিয়ে যাওয়ার পথে ট্রাকচালক কাজী আনিসের মৃত্যু হয়।

নওয়াপাড়া স্টেশন মাস্টার মহসিন রেজা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ভাঙ্গাগেট এলাকায় পৌঁছালে একটি খালি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন আহত হয় এবং পরে তাদের একজন মারা যান।

তিনি জানান, ওই গেটটি সম্পূর্ণ অবৈধ। ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। তবে এখনও কোনো মালিক পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :