কুমুদিনী এমটিআই’র এমএলওপি কোর্সের শিক্ষার্থীদের নবীনবরণ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট (কেএমটিআই) মিড লেভেল অপথ্যালমিক পারসোনেল (এমএলওপি) কোর্সের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে।
সোমবার দুপুরে কুমুদিনী মেডিকেল কলেজের ডা. বিষ্ণুপদ পতি হলে এই নবীনবরণ অনুষ্ঠান হয়। এতে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা প্রধান অতিথি ছিলেন।
কুমুদিনী মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটের (কেএমটিআই) অধ্যক্ষ ডা. এসএম শহীদুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, একাডেমিক উপদেষ্টা ডা. এমএ জলিল, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. উদ্ধব মল্লিক, এমএলওপির শিক্ষার্থী বিলকিস আক্তার, রাশেদ খান ও অভিভাবক নুরুজ্জামান মল্লিক।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শাওন দাস ও শিফা খানম। এর আগে অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে নতুন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রী, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী, মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও অভিভভাবকরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন