শিক্ষার্থীদের তোপের মুখে সিনেট অধিবেশন ত্যাগ করলেন আওয়ামীপন্থী শিক্ষকরা

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৫, ২২:২৯
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম সিনেট অধিবেশন চলাকালীন আওয়ামীপন্থী শিক্ষকদের উপস্থিতিতে প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তীব্র প্রতিবাদের মুখে অধিবেশনস্থল ত্যাগ করতে বাধ্য হন মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানা, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিকুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অধিবেশন শুরুর আগ মূহুর্তে এই ঘটনা ঘটে। অধিবেশনে অংশ নেওয়া তিন অধ্যাপকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ছিল—তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রলীগের সহিংস কর্মকাণ্ডের সমর্থক এবং বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ নিয়ে ‘আওয়ামী দোসর’ হিসেবে পরিচিত হয়েছেন।

এ সময় ছাত্রদল, শিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা যায় এবং বামপন্থী কোনো ছাত্র সংগঠনের অংশগ্রহণ লক্ষ্য করা যায়নি। অধিবেশন শুরুর আগে থেকেই আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু সময় পর সংশ্লিষ্ট তিন শিক্ষক সম্মেলন কক্ষ ত্যাগ করেন।

উল্লেখ্য, এর আগের দিন (২৭ জুন) শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে সিনেট থেকে আওয়ামী দোসরদের বাদ দেওয়ার জোর দাবি জানিয়েছিলেন। তবে তা উপেক্ষা করে সিনেট অধিবেশনে তাদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে।

(ঢাকা টাইমস/২৮জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি নেতা আজিজের বিরুদ্ধে শাস্তির সুপারিশ গঠিত তদন্ত কমিটির
তামাক কোম্পানির মতামত না নিতে সরকারের প্রতি জোরালো দাবি ডর্‌পসহ বিভিন্ন সংগঠনের
ছাত্রদল নেতা সোহরাব হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
শপথ নিলেন হাইকোর্টের ২৫ নতুন বিচারপতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা