ভাষার মাসেও অবহেলিত রায়পুরের কেন্দ্রীয় শহীদ মিনার

ফারুক হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর)
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১
অ- অ+

ভাষার মাস ফেব্রুয়ারি। শহীদদের পবিত্র রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা। একটি ভাষা, একটি জাতির বড় পরিচয়, যা আমরা পেয়েছি শহীদদের জীবন উৎসর্গের মধ্যদিয়ে। লক্ষ্মীপুরের রায়পুরে ভাষার মাসেও অবহেলিত কেন্দ্রীয় শহীদ মিনারটি। ইটের বিশালাকার স্তূপ, আর ময়লা-আবর্জনাগারে পরিণত হয়েছে উপজেলা কমপ্লেক্সের সীমানার অভ্যন্তরে নির্মিত শহীদ মিনারটি। ব্যবহার হচ্ছে ভাঙ্গারী মালের বেশ কয়েকটি ভ্যানগাড়ির গ্যারেজ হিসেবে। এ চিত্র সারা বছরের।

শহীদ মিনারটির সুরক্ষায় নেই কোনো সীমানা প্রাচীর। ফলে কুকুর, বিড়াল আর ছাগলের মল-মূত্র আর বিশ্রামের স্থান এ শহীদ মিনারের মূল বেদী। তবে প্রতি বছর ১৫/১৬ ফেব্রুয়ারি থেকে এর রক্ষণাবেক্ষণে নজর দেয় উপজেলা প্রশাসন। চলে ২১ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত। এলাকাবাসী রায়পুর উপজেলার কেন্দ্রীয় এ শহীদ মিনারটির দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ, সংস্কারসহ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে।

স্থানীয়রা জানায়, নির্দিষ্ট একটি দিনই নয়, সারাবছর ধরে যেন শহীদ মিনারটি এ অঞ্চলের ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ হিসেবে সকল মানুষের মনে শ্রদ্ধাবোধ তৈরি করবে এমন পরিবেশ সৃষ্টি করা উচিৎ প্রশাসনের।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গাঁজাসহ কারবারি গ্রেপ্তার
৪ ম্যাচ পর মেসির গোল, মায়ামির জয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা