নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:২১
অ- অ+

বাংলাদেশ দল সবশেষ টেস্ট ম্যাচ খেললো পাকিস্তানে গিয়ে। এবার ঘরের মাঠে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচের জন্য রোববার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ স্কোয়াড নিয়ে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা।

সম্প্রতি মাঠের পারফরম্যান্স একেবারেই সুখকর নয় মুমিনুল হকদের। সবশেষ টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ৭ ম্যাচ আগে। যেখানে শেষ ৩ ম্যাচেই ইনিংস হারের লজ্জায় পড়তে হয়েছে। এমতাবস্থায় ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। যার জন্য নিজেদের ডেরায় প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জিম্বাবুয়েকে।

আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি। যেখানে বাদ পড়েছেন পাকিস্তান সফরের স্কোয়াডে থাকা ৪ ক্রিকেটার। পরিবর্তে সুযোগ মিলেছে ৬ ক্রিকেটারের, নতুন মুখ দুজন।

দল নির্বাচনের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলছেন, ‘প্রত্যেকটি খেলোয়াড়ের পেছনে আমাদের আলোচনামূলক নির্বাচনই করা হচ্ছে। খেলোয়াড়দের সাথে আমাদের আলোচনার মিশ্রণ ঘটিয়ে তবেই একেকজন খেলোয়াড়কে দলে রাখছি। টিম ম্যানেজমেন্টে শুধু কোচ নন, কোচের সঙ্গে অধিনায়কের মতামতকেও আমরা প্রাধান্য দিয়েছি।’

নান্নু বলেন, ‘গত ৬ মাস আমাদের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয়। সবকিছু মাথায় রেখে এই সিরিজ দিয়ে নতুন শুরু করতে চাচ্ছি। নিজেদের মাঠে আমরা ভালো খেলতে চাইবো।’

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদায় অনুষ্ঠানের দিনে বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক স্বামী-স্ত্রী আহত
গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে জবিতে টানা ২৩ দিনের ছুটি
আগরতলায় মাছ রপ্তানি বন্ধ রাখলেন বাংলাদেশের ব্যবসায়ীরা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা