মানবজমিন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২০:৫৩

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে করা হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রতিবাদ সভা হয়েছে। রবিবার বিকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে মানবজমিন ভালুকা প্রতিনিধি মনিরুজ্জামান খানের সার্বিক তত্ত্বাবধানে এই সভা হয়।

প্রেসক্লাব সভাপতি এসএম শাহজাহান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাছ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান, সহ-সভাপতি আতাউর রহমান তরফদার ও এমএ সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, মোখলেসুর রহমান মনির, হাদিকুর রহমান হাদিস, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, শফিকুল ইসলাম সবুজ, রফিকুল ইসলাম, কামরুল আরেফিন, আসাদুজ্জামান সুমন, আফরোজা আক্তার জবা প্রমুখ।

সভায় বক্তারা, মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দ্রুত এই মামলা প্রত্যাহার করা না হলে সারা দেশের সাংবাদিকরা কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

(ঢাকাটাইমস/১৫মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :