করোনা সংকট থাকতে পারে কয়েক মাস: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১৪:০৯
অ- অ+

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি কয়েকমাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই পরিস্থিতি মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনীকে সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

কতদিন করোনা ভাইরাসের মহামারী স্থায়ী হতে পারে এবং সামরিক বাহিনী কতদিন এ ভাইরাস মোকাবেলায় ভূমিকা রাখবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এসব কথা বলেন।

মার্ক এসপার বলেন, 'আমি মনে করি এই পরিস্থিতি কয়েক মাস দীর্ঘায়িত হতে পারে এবং এ ব্যাপারে আমাদের করণীয় কী তা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও পদক্ষেপ নেয়া দরকার। পেন্টাগন পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।'

এর আগে সোমবার মার্ক এসপার ঘোষণা করেছিলেন যে, পেন্টাগনে বাইরের লোকজনের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত করা হয়েছে।

আমেরিকায় করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে ৭২০ জন মারা গেছেন এবং ৫৫ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

অপরদিকে করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৪৮৯ এবং মৃতের সংখ্যা ১০৩২ জন।

ঢাকা টাইমস/২৬মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা