ডা. মঈনকে মাশরাফির স্যালুট!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৩:২৩ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০, ১৩:১৭

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের মৃত্যুতে গোটা জাতি শোকাহত। সবাই নিজ নিজ জায়গা থেকে এই চিকিৎসকের জন্য ব্যথিত হয়েছেন। প্রকাশ করেছেন শোক।

সেবা দিতে গিয়ে মারা যাওয়া এই চিকিৎসকের মৃত্যুতে হৃদয় ছুঁয়ে গেছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজারও।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড পেজে শোক বার্তায় করোনাভাইরাস প্রতিরোধে ডা. মঈন উদ্দিনকে ফ্রন্ট লাইনের যোদ্ধা আখ্যা দিয়ে তার সেবার জন্য স্যালুট জানিয়েছেন।

মাশরাফী বার্তাটি পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো-

সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডা. মো. মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে। তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মতো।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন।

মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মত নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে।

আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি ‘স্যালুট’।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাংলাদেশে সাগরের পানি বৃদ্ধির হার বিশ্বের অন্যতম 

ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভকামনা, বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় কাল

ঈদ জামাতে প্রস্তুত জাতীয় ঈদগাহ, অংশ নেবেন রাষ্ট্রপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা

ঈদের দিন কোথায় কোথায় বৃষ্টি হবে, যা জানালো আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মো‌দির

ঈদের আগে শেষ সময়ে পদ্মা সেতুতে ভিড়, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার যান পারাপার

ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

ঈদে যেকোনো নাশকতা মোকাবিলায় র‌্যাব প্রস্তুত: মহাপরিচালক

রাজধানীসহ দেশের কোথায় কখন ঈদ জামাত

বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলার সক্ষমতা আছে: সেনাপ্রধান

এই বিভাগের সব খবর

শিরোনাম :