ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের সাইকেল দিলেন প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০২০, ২১:৩৪

নাটোরের সিংড়ায় ৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেল সাইকেল। বৃহস্পতিবার সকালে সিংড়া কোর্ট মাঠে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্ষক কর্মসূচির আওতায় চলতি ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।

এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাইকেল চালিয়ে সকলের দৃষ্টি কাড়েন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমুখ।

পরে উপজেলা পরিষদ হল রুমে তিন শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও উপজেলার ৫০টি বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ২৪ লক্ষ টাকার ডিও বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।

(ঢাকাটাইমস/২৫জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :