সিলেট সীমান্তে ভারতীদের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১৯:৪৬
অ- অ+

সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শনিবার দুপুরে উপজেলার উৎমা বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল।

নিহত বাবুল হোসেন (৩৫) উপজেলার উৎমা এলাকার আমির হোসেনের ছেলে।

আহমেদ ইউসুফ বলেন, দুপুরে দুই বাংলাদেশি সীমান্তের ১২৫৭ নম্বর পিলারের ওপারে অবৈধভাবে ভারতীয় অংশে ঢুকে পড়েন। এসময় ভারতীয় খাসিয়া পল্লীর লোকজন তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যান বাবুল হোসেন।

এ ঘটনায় আহত হন কয়েছ মিয়া নামের আরো এক যুবক। তিনি দেশে ফিরে পলাতক রয়েছেন।

বিজিবি কর্মকর্তা জানান, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা