বরিশালের মেঘনা নদীতে সিমেন্টবাহী কার্গোডুবি

বরিশালে মেঘনা নদীতে তীব্র স্রোতে ডুবে গেছে সিমেন্টবাহী কার্গো। শনিবার বিকেলে নদীর হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মিয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কার্গোর নয় নাবিক নিরাপদ রয়েছে।
এ তথ্য জানিয়েছেন ঘটনাস্থলে থাকা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মো. মামুন।
তিনি জানান, কার্গো এমভি ফারহান মোমেন নারায়নগঞ্জ থেকে ১৩ হাজার ব্যাগ সিমেন্ট (শাহ সিমেন্ট) নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। মেঘনা নদীর ধুলখোলা ইউনিয়নের মিয়ার চর এলাকায় পৌঁছালে তীব্র স্রোতের টানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটিকে চরে উঠিয়ে দেয়। এতে কার্গোর মাস্তুল উঁচু হয়ে পেছনের অংশ পানিতে ডুবে নিচু হয়ে যায়। এক পর্যায়ে স্রোতের টানে পুরো কার্গো কাত হয়ে ডুবে যায়। এসময় কর্গোর নাবিকরা লাফিয়ে পড়ে তীরে উঠেছে।
(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএল)

মন্তব্য করুন