বাংলাদেশের বিপক্ষে কিপিং করতে ভয় পেয়েছিলেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ১৬:৪৭

২০১১ বিশ্বকাপ ফাইনাল শেষে ওয়াংখেড়ের সেই বিখ্যাত দৃশ্য। শচীন টেন্ডুলকারকে কাঁধে চাপিয়ে মাঠ পরিক্রমা করছেন বিরাট কোহলিরা। সতীর্থ মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে চ্যাট শো’তে ৯ ‌বছর আগের ঘটনা নিয়ে বললেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

তাঁর কথায়, ‘‌সবাই জানতাম শচীনের কাছে বিশ্বকাপ জেতার এটাই শেষ সুযোগ। ফলে ওঁকে ঘিরে একটা আবেগ তো ছিলই। দীর্ঘদিন ও দেশের সেবা করেছে। ভারতকে কত ম্যাচই-না জিতিয়েছে। আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। প্রতিদান হিসেবে ওটা ছিল আমাদের তরফ থেকে একটা উপহার।’‌

২০১৫ সালে বাংলাদেশের বিরুদ্ধে কিছুক্ষণের জন্য ধোনির বদলে উইকেটকিপিং করেছিলেন বিরাট। কীভাবে সেটা হয়েছিল? বিরাটের জবাব, ‘‌কখনো মাহি ভাইকে জিজ্ঞাসা করিস, কীভাবে হয়েছিল। কখনো দু-তিন ওভার কিপিং করে দেখিস। কিপিং করার সময় একটু ভয় লাগছিল। কিপিং করার পাশাপাশি ফিল্ডিংও সাজাচ্ছিলাম। তখনই বুঝি মাহি ভাইয়ের কাজ কতটা কঠিন। বড় সমস্যা হয়েছিল উমেশ বল করতে আসায়। মাথায় ঘুরছিল, ওর বল যদি আমার মুখে এসে লাগে!‌ একবার ভাবি, হেলমেট পরি। কিন্তু মান-সম্মান নিয়ে টানাটানি হবে বুঝে ভাবনাটা ঝেড়ে ফেলি।’‌

ডায়েট নিয়েও কথা বলেছেন। বিরাটের কথায়, ‘‌২০১২ আইপিএল শেষে বাড়ি এসে নিজেকে দেখে হতাশ হই। তখন পাগলের মতো খেতাম। প্রতিদিন চার-পাঁচ প্যাকেট চকোলেট খেয়ে ফেলতাম। আসলে সাফল্য দেখে ভেবেছিলাম, সব নিয়ন্ত্রণ করতে পারছি। কিন্তু ব্যর্থতার ধাক্কাটাই ধারণা বদলে দিয়েছিল। নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিই।’‌

২০১৮ অস্ট্রেলিয়া সফরে বক্সিং ডে টেস্টে কেন তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেন বিরাট। মায়াঙ্কের এই প্রশ্নে বিরাটের রসিকতা, ‘‌আমার মুখ থেকে নিজের প্রশংসা শুনবি বলে ডেকেছিলি?‌’‌ পরক্ষণেই যোগ করেন, ‘‌ক্রিকেটারের মানসিকতাটাই গুরুত্বপূর্ণ। কঠিন পরিস্থিতিতে যে ঝাঁপিয়ে পড়ে, তার ওপর বাজি ধরাই যায়। আরসিবিতে তোকে দেখেছি। জানতাম আন্তর্জাতিক বোলারদের খেলার অভিজ্ঞতা আছে।’‌

(ঢাকাটাইমস/২৯ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :