টেস্টে ভালো করার টোটকা দিলেন ম্যাকমিলান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১১:৫১ | প্রকাশিত : ৩০ আগস্ট ২০২০, ১১:২৭

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হেভিওয়েট দল হলেও সাদা জার্সিতে মুমিনুল হকদের গর্জন খুব কদাচিৎই শোনা যায়। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টের কথা বাদ দিলে, নিকট অতীতে টেস্টে টাইগারদের সাফল্য ছিল না বললেই চলে। তবে টেস্টে ভালো করার চ্যালেঞ্জ মাথায় নিয়েই করোনা পরবর্তী ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামী অক্টোবর ও নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ দল, যে ম্যাচগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। এই সিরিজে বাংলাদেশে ব্যাটিং পরামর্শক বা কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান।

শ্রীলঙ্কা সফর শুধু বাংলাদেশের জন্যই নয়, ম্যাকমিলানের জন্যও চ্যালেঞ্জিং। টাইগারদের সদ্য সাবেক কোচ নেই ম্যাকেঞ্জি শুধু সীমিত ওভারেই কাজ করেছেন। টেস্টে বিচ্ছিন্নভাবে একেকজন কাজ করেছেন একেক সময়ে। টেস্ট দলকে দেখভাল করা তাই সহজ হবে না ম্যাকমিলানের জন্য।

তবে শিষ্যদের নিয়ে কাজ শুরু করার আগে ম্যাকমিলান জানালেন, টেস্টে ব্যাটসম্যানদের সামর্থ্য বাড়াতে কীভাবে কাজ করবেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোকে ম্যাকমিলান বলেন, ‘আমি বিশ্বাস করি, টেস্টে মানসম্পন্ন ব্যাটিংয়ের জন্য প্রয়োজন রক্ষণাত্মক হওয়া। এতে আপনি লম্বা সময় ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এটা করতে পারলে ব্যাটসম্যানরা বোলারদের মোকাবেলা করতে পারবে। টেস্টে সফল হওয়ার মূলমন্ত্রই হলো সঠিক সময়ে সঠিক শট খেলা।’

ম্যাকমিলানের সাথে বিসিবির চুক্তি আপাতত শ্রীলঙ্কা সফর পর্যন্তই। ম্যাকমিলানও এই সিরিজ নিয়ে শুধু ভাবছেন। তিনি জানান, ‘শ্রীলঙ্কা সফর ছাড়া আর কিছু নিয়ে আমি এখন ভাবছি না। খেলোয়াড়দের সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। অভিজ্ঞ রাসেল ডোমিঙ্গো ও অন্যান্য কোচিং স্টাফের সাথে কাজ করতেও উন্মুখ হয়ে আছি। প্রস্তাব পেয়ে আমি একটু অবাকই হয়েছিলাম। আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ভাবনার জন্য। এটা এমন কিছু যা আমি তখন প্র্রত্যাশাই করিনি।’

ম্য্যাকমিলান জানান, দায়িত্ব পাওয়ার পর ক্রিকেটারদের টেকনিকে পরিবর্তন না এনে তাদের সাথে ভালো সম্পর্ক গড়াতেই নজর দেবেন তিনি, ‘আমাকে প্র্রথমে যে কাজগুলো করতে হবে তার মধ্যে একটি হল খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, এটাই হবে মুখ্য বিষয়। আমি এটা করার জন্য অধীর হয়ে আছি। নিউজিল্যান্ড যখন বাংলাদেশের বিপক্ষে খেলেছে, সেই সুবাদে আমি কয়েকজন খেলোয়াড়কে চিনি। আমি এসেই তাদের কোনো টেকনিকে পরিবর্তন আনবো না। আমি তাদর গেম প্ল্যানে নতুন কিছু সংযোজন করবো যা আরও সাফল্য নিয়ে আসবে।’

(ঢাকাটােইমস/৩০ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :