আপিলের দুটি ভার্চুয়াল বেঞ্চের কার্যক্রম শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৬
অ- অ+

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পৃথক দুটি বেঞ্চে ভার্চুয়াল কোর্টে আজ রবিবার থেকে বিচার কার্যক্রম চলবে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূইঁয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের ১ ও ২ নং কোর্টে ভার্চুয়াল কোর্ট পরিচালিত হবে। তারই আলোকে ৬ সেপ্টেম্বরের জন্য আপিল আদালতের কার্যতালিকাও প্রস্তুত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পৃথক দুটি বেঞ্চের কার্যতালিকাও গতকাল প্রকাশ করা হয়েছে। একটির নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অপরটির নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ১নং কোর্টে রয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ২নং কোর্টে বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি তারিক উল হাকিম ভার্চুয়াল উপস্থিতিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকার্য পরিচালনা করবেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় দেখা যায় ৬ সেপ্টেম্বর ১নং কোর্টে ১৫০টি মামলা এবং ২নং কোর্টে ১০০ মামলা শুনানির জন্য রাখা হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে আদালত বসবে।

(ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে ডোবায় পড়ে দুই কিশোরের মৃত্যু 
চাঁদাবাজির বিরুদ্ধে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিক্ষোভ-মানববন্ধন
রাজধানীর নীরব রক্ষাকবজ ডিবি, বেড়েছে জনআস্থা ও নিরাপত্তা
মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণে অভিযুক্ত আ.লীগ নেতাকে বিএনপি বানিয়ে বিভ্রান্তিকর প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা