‘কোচরা ফেরায় অনুশীলনে প্রভাব পড়বে’

করোনা আবহেই শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয় বাংলাদেশ জাতীয় দলের। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ডের কড়া শর্তাবলি মেনে সফরে যেতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ক্রিকেটারদের অনুশীলন পর্ব বন্ধ করছে না বিসিবি। অনুশীলনে যোগ দিয়েছেন দলের বিদেশি সাপোর্ট স্টাফের সদস্যরা। দীর্ঘদিন পর তাদের ফেরাতে প্রভাব পড়বে অনুশীলনে।
গত মার্চে ঘরের মাঠে শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের পর ছুটিতে নিজ নিজ দেশে গিয়েছিলেন টাইগারদের হেড কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ সহ বিদেশি সাপোর্ট স্টাফের সকলেই। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে আটকে পড়েছিলেন তারা, ফেরা হচ্ছিল না তাদের।
অবশেষে আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশে এসেছেন তারা। এখানে এসে বাংলাদেশ সরকারের নিয়মানুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতো হতো তাদের। কিন্তু ১৪ দিন বসিয়ে সময় নষ্ট করতে চায়নি বিসিবি। এজন্য স্বাস্থমন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কোচদের কোয়ারেন্টাইন শিথিল করেছে।
কোয়ারেন্টাইন শিথিল হওয়ার পরেও করোনা পরীক্ষা দিতে হয়েছে হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসনসহ সকল বিদেশি কোচিং স্টাফদের। পরীক্ষার সনদে নেগেটিভ লেখা পাওয়ার পর সোমবার খেলোয়াড়দের অনুশীলনে যোগ দেন কোচরা।
যেদিন কাজে যোগ দিয়েছেন কোচরা, সেদিনই খবর আসে- শ্রীলঙ্কার দেওয়া কঠোর শর্ত মানতে নারাজ বিসিবি। প্রয়োজনে এই সফর থেকে সরে দাঁড়াবে টাইগার বোর্ড। তবে সিরিজ বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় খেলোয়াড়দের অনুশীলন পর্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। যেখানে উপস্থিত থাকবেন কোচরা।
দীর্ঘদিন পর কোচদের পেয়ে খুশি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। কোচরা ফেরাতে খেলোয়াগতের অনুশীলনে বাড়তি প্রভাব পড়বে বলে জানান তিনি। একই সাথে সচেতনতা আরো বেড়ে গেল মুমিনুলদের।
মুমিনুল বলেন, ‘এতদিন কোচরা ছিল না। তারা আসায় এখন অনুশীলনে দারুণ প্রভাব পড়বে। আমরা সচেতন থেকেই অনুশীলন করছিলাম, তারা আসাতে সেটি আরো বেড়ে গেছে। চোট বা ছোট-বড় সমস্যা নিয়ে তাদের কাছে যেতে পারছি। বলতে পারেন অনুশীলনটা এখন আরো ভালো হবে।’
(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এআইএ)

মন্তব্য করুন