অস্ট্রেলিয়ার মাঠে ফিরছে দর্শক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৫
অ- অ+

অবশেষে ক্রিকেট মাঠে ফিরছে দর্শক। মার্চ থেকেই করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্রিকেট বন্ধ ছিল। জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ দিয়ে আবারও শুরু হয়েছে ক্রিকেট। তবে দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পাননি এতদিন। শেষ পর্যন্ত চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড নারী দলের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবেন ক্রিকেটপ্রেমীরা।

২৬ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলা শুরু হবে। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজ দুটি অনুষ্ঠিত হবে। আর সেখানে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। তবে মাঠে বসে খেলা দেখলেও তাদের উল্লাস করতে নিরুৎসাহিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চিৎকার করলে অথবা গান গাইলে মুখ থেকে ড্রপলেট বাতাসে ছড়িয়ে যেতে পারে, আর তাই এই নির্দেশনা দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

অস্ট্রেলিয়ায় শেষ আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড পরিমাণ দর্শক মাঠে এসেছিলেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৮৬ হাজার দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছিলেন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
খন্ড খন্ড মিছিল আর স্লোগানে সমাবেশস্থলে আসছে নেতাকর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা