ভারতের ওয়েবসাইটে হানা দিতে পারে চীনের হ্যাকাররা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৭

ভারতের সরকারি ওয়েবসাইটগুলোতে চীনের হ্যাকাররা হানা দিতে পারে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমনই তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, পাঁচজন চীনা হ্যাকার নজর রাখছে ভারতের সরকারি ওয়েবসাইটগুলোর দিকে। খবর সংবাদ প্রতিদিনের।

যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অব জাস্টিস’-এর তরফে পেশ করা ওই রিপোর্টে জানানো হয়েছে।

আমেরিকার অভিযোগ, ওই হ্যাকাররা ইতিমধ্যেই মার্কিন মুলুক ও অন্য দেশের শতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। তার মধ্যে রয়েছে রাজনীতিতিবিদ কিংবা বিদেশের বহু সরকারি ওয়েবসাইট। এছাড়াও সফটওয়্যার ডেভেলপমেন্ট সংস্থা, হার্ডওয়ার প্রস্তুতকারক সংস্থা, সোশ্যাল মিডিয়া সংস্থা, ভিডিও গেম সংস্থা, অলাভদায়ক সংস্থা, বিশ্ববিদ্যালয়— নানা ওয়েবসাইটই হ্যাক করেছে ওই হ্যাকাররা।

চীনের হ্যাকাররা কীভাবে চক্রান্ত করে ভারতসহ নানা দেশের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করতে পরিকল্পনা করেছে সে বিষয়ে বিশদে জানিয়েছে ‘ডিপার্টমেন্ট অব জাস্টিস’। ওই বিভাগের অ্যাটর্নি জেনারেল জেফ্রি এ রসেন জানিয়েছেন, তাদের ডিপার্টমেন্ট চীনা হ্যাকারদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সমস্ত পন্থাই অবলম্বন করেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা