ঢাকায় বাসচাপায় বাইক আরোহী স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ১০:১৯| আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১২:১৫
অ- অ+

যাত্রীবাহী বাসের চাপায় রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারিকা। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক।

পুলিশ বলছে, নিহত স্বামী-স্ত্রী দুজনেরই মাথায় হেলমেট ছিল; কিন্তু পুলিশের মামলা থেকে বাঁচার জন্য নামে মাত্র তারা হেলমেট পরেছিলেন। নিম্নমানের হেলমেটে তাদের জীবন রক্ষা হয়নি। ঘটনাস্থলেই তারা নিহত হন।

ডিএমপির বিমানবন্দর জোনের ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস আশিকুর রহমান ঢাকাটাইমসকে জানান, সকাল সাড়ে ৭ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ ইকবাল ও তার স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার সময় বিমানবন্দর এলাকার পদ্মা অয়েল গেটের পাশে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এই দম্পতির মৃত্যু হয়। আজমেরি পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসএস/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা