রোড সেফটি সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০
অ- অ+

সাবেক ক্রিকেটারদের নিয়ে নতুনভাবে শুরু হতে যাওয়া রোড সেফটি সিরিজে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে খেলবেন মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ শরিফ ও আলমগীর কবির।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ভারতের মুখোমুখি বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। ২০২০ সালে শুরু হয়েছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে মাঝ পথেই টুর্নামেন্টটি স্থগিত হয়।

তবে আবার নতুনভাবে শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজটি। আগামী ৫ মার্চ থেকে ছয়টি দেশের সাবেক খেলোয়াড়দের নিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ভারত, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা অংশ নিবেন।

১৬ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শীর্ষ চার দলকে নিয়ে ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ২১ মার্চ মাঠে গড়াবে ফাইনাল। রায়পুরে সবগুলো ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা