সাতক্ষীরায় করোনা-উপসর্গে ১০ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২১, ১৬:১৪

সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৮৪ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৮২ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ৪০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৭৬৯ জন। এছাড়া বর্তমানে জেলায় এক হাজার ৬১ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন ও বেসরকারি হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

বাকি এক হাজার ২২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৬ জন এবং বেসরকারি হাসপাতালে আরো ১৩০ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন।

এদিকে জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

সাতক্ষীরায় চলমান কঠোর লকডাউনের অষ্টম দিন বৃহস্পতিবার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে দেখা যায়নি। অনেকেরই মুখে নেই কোনো মাস্ক। সড়কেও বেড়েছে জনসমাগম। শহরের অধিকাংশ দোকানপাট আংশিক খোলা রেখে কেনা-বেচা চলছে।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত পরিবারের লোকজন স্বাস্থ্যবিধি না মেনেই সর্বত্রই ঘোরাঘুরি করছেন। ফলে করোনা সংক্রমণ আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে চলাচল কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।

(ঢাকাটাইমস/৮জুলাই/এসএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুরে ব্যারিস্টার সীমান্ত চেয়ারম্যান, বাকি দুই পদে জিতলেন যারা

চোরাই পথে লক্ষ্মীপুরে ঢুকছে ভারতের নিম্নমানের চিনি

বোয়ালমারীতে টানা চতুর্থবার উপজেলা চেয়ারম্যান হলেন মুশা মিয়া

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ভালুকা উপজেলায় চেয়ারম্যান রফিক, বাকি দুই পদে বিজয়ী যারা

শরীয়তপুরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত অন্তঃসত্ত্বা নারী

দিনাজপুরের তিন উপজেলায় হাফিজুর, মিল্টন ও ফাহিম চেয়ারম্যান নির্বাচিত

বগুড়ায় নির্বাচনে দা‌য়ি‌ত্ব পাল‌নকালে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বগুড়ার তিন উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

রাজাপুরে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :