ভারতীয় বোলিং তোপে ৯৬ রানেই গুটিয়ে গেলো আয়ারল্যান্ড
বড় দলগুলোর বিপক্ষে খেলতে নামলে স্বভাবতই চাপে থাকে ছোট দলগুলো। তবে মাঝমধ্যে সেই চাপ সামলে বড় চমক দেখায় ছোট দলগুলো। তবে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় দল ভারতের বিপক্ষে খেলতে নেমে সেই চাপ সামলাতে পারলো না আয়ারল্যান্ড। ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে মাত্র ৯৬ রানেই গুটিয়ে গেছে পল স্টার্লিংয়ের দল।
বুধবার (৫ জুন) নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলারদের বোলিং তোপে দিশেহারা হয়ে পড়ে আইরিশ ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আয়ারল্যান্ড মাত্র ৫০ রানেই হারায় ৮ উইকেট। ৫০ রানে ৮ উইকেট হারানোর পর জুটি গড়েন জশ লিটল ও বেন হোয়াইট। তাদের ২৭ রান ও দশম উইকেটে বেন হোয়াইট ও গ্যারেথ ডেলানির ১১ বলে ১৯ রানে ভর করে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করতে সক্ষম হয় আইরিশরা।
আয়ারল্যান্ডের হয়ে আজ ওপেনিংয়ে নামেন অ্যান্ডি বালবার্নি ও পল স্টার্লিং। প্রথম দুই ওভারে তারা করেন ৭ রান। তবে এরপরেই ঘটে ছন্দপতন। ইনিংসের তৃতীয় ওভার করতে আসনে আর্শদীপ সিং । আর্শদীপ সিংয়ের বলে প্রথম বলে রিশভ পান্তের হাতে ক্রাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ৬ বলে ২ রান করা পল স্টার্লিং। তার বিদায়ে ৭ রানেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।
পল স্টার্লিংয়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান অ্যান্ডি বালবার্নিও। আর্শদীপের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। মাত্র ৯ রানেই এই দুই ওপেনারকে হারিয়ে বিপদে পড়ে আইরিশরা।
৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন হ্যারি ট্যাকটর ও লরকান টাকার । এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আইরিশরা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি হার্দিক পান্ডিয়া। দলীয় ৩৮ রানে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হযে সাজঘরে ফিরে যান ১৩ বলে ১০ রান করা লরকান টাকার। তার বিদায়ে ভাঙে ১৯ রানের জুটি।
লরকান টাকারের বিদায়ের পর একে একে প্যাভিলিয়নের পথ ধরেন হ্যারি ট্যাকটর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, মার্ক আডায়ার ও ব্যারি ম্যাকার্থি। মাত্র ১২ রানের ব্যবধানেই এই পাঁচ আইরিশ ব্যাটার ফিরে যান সাজঘর। যার ফলে দলীয় অর্ধ শতক পূর্ণ করতেই ৮ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। মাত্র ৫০ রানে ৮ উইকেট হারানোর পর জুটি গড়েন জশ লিটল ও বেন হোয়াইট। নবম উইকেটে তারা গড়েন ২৭ রানের জুটি। দলীয় ৭৭ রানে জাসপ্রীত বুমরাহর বলে বোল্ড হযে সাজঘরে ফিরে যান ১৩ বলে ১৪ রান করা জশ লিটল।
জশ লিটলের বিদায়ের পর গ্যারেথ ডেলানির সঙ্গে জুটি বাঁধেন বেন হোয়াইট। দশম উইকেটে তারা গড়েন ১১ বলে ১৯ রানে জুটি। জশ লিটল ও বেন হোয়াইটের ২১ ও দশম উইকেটে বেন হোয়াইট ও গ্যারেথ ডেলানির ১১ বলে ১৯ রানে ভর করে ১৬ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান করতে সক্ষম হয় আইরিশরা। ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া ৩ টি, আর্শদীপ সিং ২টি, জাসপ্রিত বুমরাহ ২টি, মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন।
(ঢাকাটাইমস/০৫জুন/এনবিডব্লিউ)