ফরিদগঞ্জে খাজে আহমেদ ও কচুয়ায় মাহবুব আলম চেয়ারম্যান নির্বাচিত

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৪, ০৯:৪২
অ- অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কচুয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম এবং ফরিদগঞ্জে খাজে আহমেদ মজুমদার।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় বেরসকারিভাবে ফলাফল ঘোষণা করেন কচুয়া উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বারিক ও ফরিদগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান আরেফিন।

ফলাফলে জানা গেছে, কচুয়া উপজেলায় টেলিফোন প্রতীক নিয়ে ৩৪ হাজার ৪৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহবুব আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৫৮৪ ভোট।

ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চিংড়ি প্রতীক নিয়ে ৬২ হাজার ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খাজে আহমেদ মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমীর আজম রেজা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১৬৫ ভোট।

নির্বাচনে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

(ঢাকাটাইমস/০৬জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, জাতির সামনে উপস্থাপন ৫ আগস্ট
সালথায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার
সাংবাদিক কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে পেশাজীবী নেতৃবৃন্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা