যাদবপুরে অভিনেত্রী সায়নী ‘ঝড়ে’ উড়ে গেল বিজেপির প্রার্থী

ভারতের লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে বাজিমাত করলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। ২ লাখ ২৪ হাজার ৫০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অনির্বাণ গাঙ্গুলি। তৃতীয় স্থানে সিপিআইএম-এর সৃজন ভট্টাচার্য।
পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন এই যাদবপুর। সেখানকার শক্ত মাটিতে এবার পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ নিয়েছিল বিজেপি। কিন্তু ফল বেরোতেই দেখা গেল, সায়নীর ‘ঝড়ে’ যাদবপুরে কার্যত উড়ে গেছেন অনির্বাণ-সৃজন।
এই আসনের ফলাফল থেকে জানা যাচ্ছে, তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছেন মোট ৬ লাখ ৩৪ হাজার ৪৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনির্বাণ গাঙ্গুলী পেয়েছেন ৪ লাখ ১০ হাজার ৪৬ ভোট। সিপিআইএমের সৃজন ভট্টাচার্য পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৪৪ ভোট এবং আইএসএফের নূর আলম খান পেয়েছেন ৭৫ হাজার ৪১৭ ভোট।
সাত দফা ভোটের একদম শেষ দফায় ১ জুন ভোট হয় যাদবপুরে। আসনটিতে ভোট পড়ে ৭৬.৬৮ শতাংশ।
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই যাদবপুরে জয়ী হন তৃণমূলের আরেক তারকা প্রার্থী অভিনেত্রী মিমি চক্রবর্তী। ৬ লাখ ৮৭ হাজার ৭৭৩ ভোট পেয়েছিলেন তিনি। মিমি এবার নির্বাচন করেননি। মমতা ভরসা রাখেন সায়নীর ওপর। ভরসার দাম দিলেন অভিনেত্রী।
(ঢাকাটাইমস/০৪জুন/এজে)

মন্তব্য করুন