এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুই জন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোল ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার শ্যামপুর আমতলা গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২২), একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে কৌশিক(২৩)।
স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে চার বন্ধু একই মোটরসাইকেল যোগে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। পথে তারা ঢোল ভাঙ্গা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শ্রাবণ ও কৌশিক নামে দুজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/০১মে/এমআর)

মন্তব্য করুন