উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট সমূহের মধ্যে কোনো প্লট অবৈধ দখলকৃত থাকলে তা উদ্ধারের নির্দেশ দিয়েছেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু রাজউকের আওতাধীন উত্তরা আবাসিক এলাকা পরিদর্শন করেন। তার এই সরজমিন পরিদর্শন ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ বলে জানান।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান উত্তরা সেক্টর ৩, ১০, ১২ সহ উত্তরা আবাসিক এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। এসময় এসব এলাকায় রাজউকের প্লট সমূহের বর্তমান অবস্থা সরজমিনে ঘুরে দেখেন।
এছাড়াও উত্তরা আবাসিক এলাকার বিভিন্ন লেক এবং পার্ক ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের কাছে একটি ভালো পরিবেশ উপস্থাপনের জন্য পরিচ্ছন্নতা কার্যক্রম ও পার্কসমূহের বসার স্থানগুলোর ব্যবস্থাপনার ওপর জোর দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান বিভিন্ন নির্মাণাধীন ভবন ঘুরে দেখেন এবং নির্মাণাধীন ভবন সমূহের নির্মাণ কাজ রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কিনা সে ব্যাপারে যাচাই করেন। এসময় বেশ কিছু নির্মাণাধীন ভবনের সামনে ওয়াকওয়ে, রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে তা অপসারণের নির্দেশ দেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান ২০২৪ এর জুলাই আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর স্মরণে নির্মিত মুগ্ধ মঞ্চের বর্তমান অবস্থা ঘুরে দেখেন এবং জুলাই এর স্মৃতি রক্ষার্থে মুগ্ধ মঞ্চকে আরও সুন্দর ও অর্থবহ করে উপস্থাপনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উত্তরা আবাসিক এলাকা সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
(ঢাকাটাইমস/০২মে/জেবি/এফএ)

মন্তব্য করুন