বিজেপির লকেটকে হারিয়ে হুগলি পুনরুদ্ধার করলেন তৃণমূলের রচনা

গতবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে হুগলি আসন ছিনিয়ে নিয়েছিল বিজেপি। সৌজন্যে তারকা প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। এবার ‘কাঁটা দিয়ে কাঁটা‘ তুলল তৃণমূল। অভিনেত্রী রচনা ব্যানার্জীকে প্রার্থী করে হুগলি পুনরুদ্ধার করল মমতা ব্যানার্জীর তৃণমূল।
আগেই ভোটে লড়ার অভিজ্ঞতা ছিল লকেটের। ছিল রাজনীতির অভিজ্ঞতাও। অন্যদিকে রচনা নতুন প্রার্থী। তাই তাকে হারানোর ব্যাপারে প্রত্যয়ী ছিলেন লকেট। কিন্তু ফলাফল হলো উল্টো। অভিজ্ঞ প্রার্থী লকেটকে ৩০ হাজার ভোটে হারিয়ে ‘দিদি নাম্বার ওয়ান’ হয়ে থাকলেন রচনা।
এর আগে ২০১৯ সালে হুগলি লোকসভা কেন্দ্রে হারের ময়নাতদন্তে বসে তৃণমূল দেখেছিল, মূলত গোষ্ঠীকোন্দলই তাদের ডুবিয়েছে। ২০২৪-এর আগেও গোষ্ঠীকোন্দল ভুগিয়েছে। তারপরও জয় এসেছে। তৃণমূলেরই অনেকে বলেছেন, রচনাকে জেতানোর জন্য দলের সবাই বৈরিতা ভুলে একসঙ্গে ঝাঁপিয়েছিলেন।
তাই গত ২০ মে বুথে-বুথে তৃণমূল এবং বিজেপিকে ‘রণংদেহী’ ভাবে দেখা যায়। ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে বিজেপি প্রার্থী লকেটের ‘চোর-চোর’ এবং পাল্টা ‘ডাকাত-ডাকাত’ স্লোগান পশ্চিমবাংলার ভোট-ইতিহাসে বেনজির সব ছবির মধ্যে একটি। সেখানেই জিতলেন রচনা।
(ঢাকাটাইমস/০৪জুন/এজে)

মন্তব্য করুন