৪৬ বছর পর লিগ থেকে ব্রাদার্সের অবনমন

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষ ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। আর এই হারের মাধ্যমেই ব্রাদার্সের ঘরে নেমে এসেছে শোকের ছায়া। কেননা অন্যান্য দিনের হারে যতটা না কষ্টের, তার থেকে বেশি কষ্টের আজকের হারটা। দীর্ঘ ৪৬ বছর পর দলটি নেমে গেছে অবনমনে।
ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল খেয়ে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের খেলাতেও খুব একটা একটা সুবিধা করতে পারেননি। ম্যাচ ফিরে আসা তো দূরের কথা উল্টো আরও দুই গোল হজম করে। ফলে হেরেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
এ জয়ের ফলে মুক্তিযোদ্ধা ২১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টিকে থেকে হাফ ছেড়ে বেঁচেছে। অন্যদিকে ব্রাদার্স সমান ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে অবনমিত হলো। তারাও খেলেছে ২১ ম্যাচ। লিগের বাকি তিন ম্যাচ জিতলেও ব্রাদার্সের মুক্তিযোদ্ধাকে স্পর্শ করা সম্ভব হবে না।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার অবনমিত হবে দুটি দল। গতকাল অবনমন নিশ্চিত হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের। আজ মুক্তিযোদ্ধার কাছে হেরে তিন ম্যাচ বাকি থাকতেই ব্রাদার্সেরও অবনমন নিশ্চিত হয়ে গেল। আগামী মৌসুমে আরামবাগ ও ব্রাদার্স খেলবে দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/এমএম)

মন্তব্য করুন