পশ্চিমবঙ্গে অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে একের পর এক শিশু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৯
অ- অ+
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিবঙ্গে অজানা জ্বরে একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে। অজানা এই জ্বরে রাজ্যের শিলিগুড়িতে ইতোমধ্যে ৪ জন শিশু মারা গেছে বলে খবরে বলা হচ্ছে। এখন পর্যন্ত রাজ্যের উত্তরবঙ্গে প্রায় ৫০০ জন এই জ্বরে আক্রান্ত হয়েছে। এজন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে।

এই জ্বরের উপসর্গ জ্বর, সর্দি ও পেটে ব্যথা। চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের দ্রুত কমে যাচ্ছে প্লাটিলেট। এমন পরিস্থিতিতে হাসপাতালে বেডও নেই। কোথাও কোথাও মেঝেতেই শিশুদের শুইয়ে রাখা হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অজানা জ্বরে আক্রান্ত প্রায় ১৫০ শিশু। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। এরপর নড়ে চড়ে বসেছে প্রশাসন। কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বুধবার রাজ্যের স্বাস্থ্য ভবনে দফায় দফায় বৈঠক হয়েছ এই বিষয়ে।

শিলিগুড়ি জেলা হাসপাতালের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের প্রধান ডা. সুবির ভৌমিক বলেছেন, ‘শিলিগুড়ি হাসপাতালের অবস্থা এখন খুবই খারাপ। জেলা হাসাপাতালে অসুস্থ নবজাতকের চিকিৎসার জন্য ২৪টি ওয়ার্ড আছে। হাসপাতালে দৈনিক রোগীর সংখ্যা বেড়ে ২০০ থেকে ৩০০ হয়েছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী রোগীদের সেবা দেয়ার চেষ্টা করছি। কিন্তু অনেক বেশি সংখ্যক শিশুকে চিকিৎসা দেয়ার সামর্থ্য আমাদের নেই।’

একজন শিশুর অভিভাবক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গত কয়েকদিন ধরে আমাদের বাচ্চা জ্বর-কাশি সহ ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছে। চিকিৎসকরা আগে যে ওষুধ দিয়েছিল তাতে কাজ হয়নি। জলপাইগুড়িতে যেভাবে শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে তা উদ্বেগজনক। তবে, আমাদের শিশুর শারীরিক অবস্থা সময়ের সাথে সাথে উন্নতি হচ্ছে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
জনতা ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা