মুম্বাইয়ে ৯০ শতাংশ মানুষের শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৬| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২৮
অ- অ+
ছবি: সংগৃহীত

একটি জরিপে দেখা গেছে, ভারতের মুম্বাইয়ে ৯০ শতাংশ মানুষের শরীরে কোভিড-১৯ অ্যান্টিবডি তৈরি হয়েছে। জরিপটি চালিয়েছে বৃহনমুম্বাই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি)। শুক্রবার জরিপের ফল প্রকাশ করা হয়েছে। এই জরিপটি সিরো সার্ভে নামে পরিচিত। এর মাধ্যমে মানুষের শরীরের অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। সূত্র: রয়টার্স।

আগস্ট ও সেপ্টেম্বরের শুরুর দিকে ৮ হাজার ৬৭৪ জন পূর্ণ বয়স্ক মানুষের উপর এই জরিপ চালানো হয়। যাদের উপর জরিপ চালানো হয়েছে তাদের মধ্যে ৬৫ শতাংশ করোনার টিকা নিয়েছেন।

জরিপে উঠে এসেছে, পুরুষদের তুলনায় বেশি সংখ্যক নারীর শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। পুরুষদের ক্ষেত্রে তা ৮৫.০৭ শতাংশ। আর নারীদের ক্ষেত্রে ৮৮.২৯ শতাংশ।

জরিপের রিপোর্টে বলা হয়েছে, ‘যারা করোনা টিকার এক ডোজ বা দুই ডোজ নিয়েছেন তাদের শরীরে টিকা না দেয়ার ব্যক্তিদের চেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। এজন্য টিকাদান কর্মসূচি জোরদার করা প্রয়োজন।’

এই প্রতিবেদনটি এমন সময় এলো যখন ভারতে করোনার তৃতীয় ঢেউকে ঘিরে উদ্বেগ তৈরি হচ্ছে। শুক্রবার ভারতে নতুন করে ৩৪ হাজার ৪০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা