টিউলিপের আয়কর নথি জব্দ করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৫, ২৩:৪১
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে ১৩ বছরের আয়কর নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুসন্ধানের জন্য যে কোনো আয়কর নথি দুদক যাচাই করতে পারে।

জানা গেছে, দুদকেরই দায়ের করা একটি মামলায় এসব নথি জব্দ করা হয়েছে।

ঢাকার গুলশানের একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা’ করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ’ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ করে টিউলিপের বিরুদ্ধে গত ১৫ এপ্রিল মামলা করে দুদক।

এছাড়াও ঢাকার শ্যামলীর রিংরোডের জনতা হাউজিং সোসাইটিতে টিউলিপের নামের একটি ফ্ল্যাট-সংক্রান্ত কাগজপত্রও জব্দ করা হয়েছে রাজউক থেকে।

প্রসঙ্গত, বাংলাদেশে দুদকের তদন্তে তার নাম আসার পর তিনি ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। যদিও টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন সংস্থার করা সব অভিযোগ প্রত্যাখ্যান করে এগুলো ‘পুরোপুরি মিথ্যা’ বলে উল্লেখ করেছেন।

(ঢাকাটাইমস/০৪মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা