সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টের সাত দিন পর নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৭ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হীরা (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে তিনি মারা যান।

নিহত হীরা সাতক্ষীরার মধুমল্লারডাঙ্গী এলাকার সেলিম হোসেনের ছেলে।

হীরার স্ত্রী জানান, তার স্বামী নির্মাণ শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। গত শনিবার দুপুরে হীরা তাদেরই বাড়ির পাশে জজ কোর্টের অতিরিক্ত পিপি জিল্লুর রহমানের বাড়িতে কাজ করছিলেন।

এ সময় ভবনের বাইরে তক্তার পাটাতনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর ঝলসে যায়। তিনি পাটাতন থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করান জিল্লুর রহমান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত শেষে শনিবার রাতে হীরার লাশ বাড়িতে নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :