কক্সবাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার সদরের চৌফলদন্ডী থেকে রাকিম প্রকাশ বাবু (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার বসতবাড়ির পাশ থেকে গাছে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
রাকিম প্রকাশ বাবু চৌফলদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ড কালু ফকিরপাড়া এলাকার শামশুল আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের আত্মহত্যা করেছে রাকিম প্রকাশ বাবু। কয়েকদিন আগে তার পিতা-মাতার সাথে মনোমালিন্য হলে বকাঝকা করে তাকে। এই অপমানে রাতে কোনো এক সময়ে বাড়ির পাশে আরেকটি বাড়ির ছাদ বেয়ে গাছের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে প্রতিবেশীরা দেখতে পেয়ে সদর মডেল থানাকে অবগত করে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

মন্তব্য করুন