৯ মাস পর কবর থেকে পোশাক শ্রমিকের লাশ উত্তোলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২১, ২২:১৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় দাফনের নয় মাস পর সজিব ভু্ঁইয়া (২২) নামে এক পোশাক শ্রমিকের লাশ উত্তোলন করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌরসভার মিঠাপুর কবরস্থান থেকে লাশটি তোলা হয়। সজিব ভুঁইয়া একই এলাকার কামাল ভুঁইয়ার ছেলে।

ফরিদপুর সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী ও সিআইডি ওসি আনোয়ার নাসিমের উপস্থিতিতে লাশটি কবর থেকে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোয়াজ্জেম হোসেন জানান, দাফনের নয় মাস পর লাশটি উত্তোলন করা হয়েছে। আদালতের আদেশের প্রেক্ষিতে মৃত সজিব ভূইয়ার লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ জানুয়ারি সজীব ভুঁইয়া তার কর্মস্থল গাজীপুর থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। পরের দিন বিকালে ধারের টাকা আদায়ের জন্য প্রতিবেশী ইস্রাফিল তালুকদারের বাড়িতে আটকে রেখে কয়েকজন যুবক তাকে মারধর করে। এতে সজীব অজ্ঞান হয়ে পড়েন। এই সুযোগে তার মুখে বিষ ঢেলে দেন অভিযুক্তরা।

এরপর ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা সজীবকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে তার পরিবারকে খবর দেয়। ২৯ জানুয়ারি সজিবের শারীরিক অবস্থা আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পথিমধ্যে বোয়ালমারী বাইখীর এলাকায় মাইক্রোবাসে তার মৃত্যু হয়। পরে ৩০ জানুয়ারি ময়নাতদন্ত শেষে সজিবের লাশ দাফন করা হয়।

এ ঘটনায় সজীবের বাবা কামাল ভুঁইয়া বাদী হয়ে ইস্রাফিল তালুকদারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে ফরিদপুর আদালতে একটি হত্যা মামলা করে। পরবর্তীতে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। সিআইডি সজিব ভুঁইয়ার লাশ উত্তোলনের মাধ্যমে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালতের কাছে অনুমতি চাইলে আদালত অনুমতি দেয়। আদালতের আদেশ পেয়ে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা